তেজধার, প্রবাহিত নদী জল -
সে ধারা,-টানিছে যেন পাতাল !
শন্-শন্ বেগে, ধায় বিষাক্ত-বায়ু -
যেন কমিছে সবার, পরম আয়ু ।


সংসারে সেই বুঝি, দুঃখ জয়ী ,
যে ভাবে, এ সুখ নয় চিরস্থায়ী !
যতনে জমা গচ্ছিত কুবের ধন -
প্রয়োজনে পড়িবে, সব অকুলন !
ভেব না, সম্মুখে উজ্জ্বল সুদিন ,
এ ধারার চিন্তায়,সে আশা ক্ষীণ !


বহু জ্ঞান বিশ্বে হয়েছে উদয় -
তবু দ্রবিত হ’লনা ,পাষাণ হৃদয় !
ভবে জীবে বাঁচার সুযোগ মিলেছে
দেখি অজস্র প্রাণ, অকালে ঝরিছে !


তারা ক্ষণে ধাবিত অভাগা পঙ্গপাল ,
ঝাঁপিয়ে পড়ে আগুনে, তপ্তলাল !
মূঢ়তা,নেশায়, জ্ঞান-বুদ্ধি হারা ,
মাতঙ্গী অশুভ কর্মে, প্রাণকাড়া ।
ভাবে ! পাবে ,এই বুঝি সে পার ?
আরো অধঃগতি হয় যে- তার !


দ্রুত আসিছে সে সময়, সঙ্কটময় ,
হবে, পথ-ঘাট কত, ধ্বংস-ক্ষয় !


(ইং-১৫-০২-২০১৮)