রাজার উপযুক্ত সে মন্ত্রী- জটায়ু ,
রাজকাজে পূর্ণ করেছে শতায়ু
মন্ত্রণায় অসীম শ্রদ্ধাবনতঃ মন
তাঁর আছে বহু স্মৃতি স্মরণ ,
দেখেছে দেশের উত্থান-পতন ।

কত না করেও, - সুনাম রাজার
তাঁর চারিদিকে ভরা শুভসমাচার ,
খুঁজে পান না কোন অবিশ্বাস কারণ
আহ্লাদী রাজা ,ভীষণ স্ফূর্ত তাঁর মন
প্রশ্ন জাগে হাজার চিন্তন ।
সবাষদ-পরিষদের বসে সভা
সেথা, গুণো-গানে- কীর্তনে
রাজার পরিবেশ কী মধুর আভা !

দেশে আগুন , তবু নাচের ধুম ,
আজ দ্রব্যমূল্য বেড়ে দশগুণ ।
তবু ভোটকালে বারে বারে
ভোট বাড়ে ব্যাপক হারে ,
কী সে খুশীর কারণ ?
মন্ত্রী জটায়ু বলেন, কানে কানে
এ সবই সম্ভব তোষামোদী
মিডিয়ার প্রচার গুণে ।

(১৭-০৮-২০২২)