দেশে ভরা ধন-ধান্য, কত আশা -
দুরিভূত নয় তবু, গরীবের দুর্দশা ,
খোঁজে উপায় যন্ত্রণার- রেহাই -
তবু অসহায়মত, বাঁচা যে তাই ।


ডোবে-ডোবে তরী, তেজ প্লাবন -
কষ্ট-জ্বালায় বিষন্ন যতো মন ।
গরীবের ঘরে অথৈ ,জ্বালা-জল -
উঁচুতে নেতা, লোভে মাতাল !


মিলিবে বাজেটে, দুঃখীর বরাদ্দ -
সিংহভাগ অর্থ নেতা করে শ্রাদ্ধ !
নেতার ধর্মে, তাই শোভা দেয় -
নেতার কর্ম তার, ঘোর-অপচয় !


ছাড়িবেনা আর্তির এক কানাকড়ি -
বোঝাই করিবে, নিজ-নিজ হাঁড়ি !
চাই, রম্য অট্টালিকা গাড়ি-বাড়ি ,
ভূখার শুখাক না ! পেটের নাড়ি ?
মেলে না দয়ার, কোন সুফল -
আরো নামে, গাঢ় নিশি অতল !


(ইং-১৭-০২-২০১৮)