পাঁকের নিচের পাঁকাল মাছ  ,
সে মাতে জনসেবায়, আজ ৷
মনের আনন্দে খেলে খেলা -
জনতার বরে, পুষ্ট যে মেলা !


গদিতে,পাঁচ বছরের ছাড়পত্র -
শূন্য ভয়ডর ! নেই লেশমাত্র ।
কাদাঘাঁটা করম ধরম, স্বভাব -
নিত্য নব নব পথ করে উদ্ভব !


সুগন্ধি প্রসাধনে দেহ পরিস্কার -
কি অপরূপ উজ্জ্বল চেহারার !
তাঁর উৎফুল্ল মন, চটক্ বাহার -
ক্ষমতায় পদে,শাসনে আবার ৷


নিজেরে করেছে উন্নতি মেলা -
এখন ঘরেতে তাঁর হাতিশালা !
আজ,পুত্রটি হয়েছে বাড়ী ছাড়া -
বিদেশে চলছে তার লেখাপড়া ৷


নীরব রত বোনায়, অদৃশ্য জাল –
নিজের ভবিষৎ করিতে উজ্জ্বল !
বাঞ্ছা হওয়া, ঐশ্বর্যে মালামাল ;
পেঁকো অবশ্য ! ঘোলাবে জল ।


(ইং-১২-১০-২০১৭)