উত্তর আর দক্ষিন মেরু
স্বভাবে তারা হয় ভিন্ন ,
বিরাজে এই পৃথিবীর মাঝে-
রূপে, ধর্ম ভিন্নতা মান্য ।

চুম্বকেরও দুই মেরু
এক হয় না কক্ষনো ,
হয় না উভয়ে মিলন
যতই দেখুক স্বপ্ন ।

মনুষ্য কুলেও ভিন্ন স্বভাবি
তারা মেশে না পরস্পর ,
মিষ্টমধুর আচরণ উভয়ের
মেশার নেই কোন খবর ।

ধর্ম যদি মেরুময় গড়ে
এ সাংঘাতিক দংশন ,
লাভার উপর বসে মানুষ
তুচ্ছতায় হিংসিত মন ।

অর্থ, শিক্ষায় উন্নত পৃথিবী
ভরবে না কারো বাঞ্ছা ,
গড়বে শুধু শহীদ বেদি
জগৎ দেখে তামাশা ।

প্রবুদ্ধ মানুষ যুগ শ্রেষ্ঠ
মেরুর সে ধর্ম নিয়ে ,
যুগ যুগ তারা আগের তরে
যাচ্ছে কেবল পিছিয়ে ।

(০৬-০৭-২০২২)