কেহ কি ভেবেছ ! এমনও হয় -
ডাল কাটা কালিদাস ?
যে ডালে বসে , সেই ডাল কাটে -
এমনি তাঁর বিশ্বাস !


জাগতিক গুণাগুণ, হিত-অহিত -
কিছু নেই তাঁর জানা ;
তাঁর অজানা, গূঢ় ছল-চাতুরী -
সদা সে সরল প্রাণা ।


যদি সে জানিত, ডালের সাথে -
সে ও পড়িবে নীচে !
বৃথা কেন সে, কুড়ুল চালাবে
ডালটি কাটিবে মিছে ?


রত্নে ভরা বীর প্রসূতা, দেশ-ধরণী ,
জড়বৎ যেন পড়ে ;
কুড়ুল হাতে তারা আদি কালিদাস
এ দেশটি আছে জুড়ে !


হায় ! তবু করে, দেশের নেতারা -
বারেক সেডাল কাটে ;
প্রায় নেড়া করেছে , গোটা দেশটা -
নিজে ও পড়িছে খাদে !


তবু আজ ও সারে, সেই কম্ম তারা -
কেটেই চলিছে ডাল ;
এভাবে চিরতরে ,শেষ যে এ দেশ -
সবার পোড়ে কপাল !!


(ইং-০৪-০১-২০১৮)