রাজনীতির পাঠশালায়
কথা, বেচা কেনা হয় ,
কথার উপর পালিশ করে
মধু, মিষ্টির প্রলেপ দিয়ে
কথার কারখানাও হয় সৃষ্টি ;
মহান মহান কর্ণধারের
বাকপটুতা কথার বাণ
প্রতিষ্ঠা তরে, প্রখর দৃষ্টি ।
শিক্ষালয়, ধর্ম-পিঠস্থান
শাসক কাছে নতঃ মাথা
সর্বোর্ধ্বে রাজনীতির কথা ,
এ যন্ত্র নীতির যাঁতায় -
পিষ্ট হয় দেশ জনতা ।

কথা কেনা কম । বেচা বেশী ,
ভেজাল হলে বাজারে দাম
মহত্ত বাড়ে, রাশি রাশি ।
এত মিহি তার কারুকাজ
রূপবাহারে এতই সাজ ,
বোধে আসা এতই সোজা ?
রাজনীতি ও দেশর রাজা ।
ভুলভুলাইয়ার নীতি দ্বারা
ভিরমি খায় সেরা সেরা ,
সরস হয় দেশের চাকা  
পকেট হয় কিছুটা ফাঁকা ।

পালা বদলায়, চাতক আশায়
রাজনীতির কথা-জাগে ভরসা ,
এই বুঝি এবার সুদিন আসে
ঠাঁই পায় না তার বোধ-ভাষ্যে ,
প্রজা, চোখের জলে ভাসে ।
কিবা ছোট- কিবা বড়ো -
কথার দাপটে জড়োসড়ো
খুঁজে পায় না নীতির ভুল -
দেখে , চোখে সর্ষে ফুল ।
রাজনীতির পাঠ, বহন করে
গাঁটে গাঁটে যেন বাতে ধরে
পাঁচ পাঁটি বছর পরে ,
পুনঃ সেই পাঠ, পড়া-শেখা
অপরিমাণ, মগজে ভরে ।

(০৮-০৬-২০২২)