ঘি,আমিষ বা নিরামিষ ভোগী -
খুব কেনে লোকে ,
যদিও এখন ঘি মেলে না শুদ্ধ !
তবু খাবে সুখে ।


কারণ ঘি-টা, অতি ভাল জিনিস -
সুঘ্রাণ আর স্বাদ ,
যেমন হোক, যাক না পাওয়া -
ঘি-তারে নয়, বাদ !


সমাজবাদ ও দিয়েছে প্রচুর -
সর্বহারার বিশ্বাস ,
পুঁজিপতির ধনের ভরা গলা ,
বিশেষ হয় সর্বনাশ !


মিলাও ভেজাল, নীতিরে খুব ,
ধনীরা দেয় আশ্বাস ,
সেই পথে চলিল কর্মকাণ্ড -
দেশেতে সুখের বাঁশ !


তাই ধোঁকা দিতে দল গড়ো -
দেখিতে যেন ঘি !
সবার ইপ্শিত, মেলার বাহার ,
নকল নয়তো কী !


(ইং-০৩-০১-২০১৮)