উঁচ্চ বিচারে উত্থানে এ স্বদেশ  -
নেতার নব বেশ ;
সুনামে নিজেরে জড়াতে অশেষ -
অর্থ ছড়ায় বেশ !


প্রথমে গড়ে ,মস্তবড়ো এক ঢাক -
মুগুরসম যার কাঠি ,
বাজনা শুনে সবে হোক হতবাক -
কাঁপাতে চায় ঘর-মাটি !


বিশাল আকারের দূরবীন লাগায় -
উঁচু পাহাড় ’পরে  ,
দেশের চেহারা উন্নততর দেখায় -
বড়োপ্পনে হাত নাড়ে !


বেকারের হাতে বাঁশী দিয়ে বলে ,
বাজাও সুর তুলে ;
বিস্ফারিত নেত্রে, সব জানুক হালে ,
এ সব সুখের মূলে !


এ দেশ, যোগ-মায়া, যুগযুগ ধরে -
মুক্ত করেছে ক্ষুধা ;
'নামে মেতে’ এ যোগাদর্শ আঁকড়ে ,
বিশ্বে লাগাবে ধাঁধা !


(ইং-১৯-০৬-২০১৮)
আজ, ইং-২১-০৬-২০১৮ ,  'বিশ্ব যোগ দিবস' স্মরণে, এ প্রয়াস ।