ঘনঘোর যুদ্ধ ! কুক্ষেত্র ময়দানে
শ্রীকৃষ্ণ, মায়ার মহিমা একমনে
দানের বিস্তারে জ্ঞান- অর্জুন সনে ।
হস্তিনায় বসে প্রবুদ্ধ সঞ্জয়
মানস চক্ষে সব দেখতে পায়
ধৃতরাষ্ট্র শুধান হে সঞ্জয় !
এবার তুমি আমাকে বলো কলির মায়া
আমার হবে কলি সম্পর্কে জানা ।
সঞ্জয় বলেন , সব জানলে হবে কষ্ট
তবু সত্য বলতে নেই মানা ।

শুনুন দিয়ে মন- তার বর্ণন ,
নিত্য হবে সে কাল কলির  
ছলে বলে কৌশলে চলবে
মানুষ হত্যা-বলির ,
যুদ্ধজাহাজ , উড়বে ভয়ংকর
চিল-শকুন, বাজ যতো আরপার ।
যারা ক্ষমতায় শক্তিতে বড়ো
করবে অস্ত্র-ব্যাপক হারে জড়ো
অস্ত্রব্যবসা মুখ্য উদ্দেশ্য তার ,
যুদ্ধে আগুন জ্বালবে দেশদেশান্তর ।
অস্থির থাকবে সব দেশ
মিথ্যা ধর্ম জাত-জাত নিয়ে
বোকাদের মাথা গুলিয়ে
যুদ্ধবাজ ,মজায় থাকবে বেশ ।

(০১-০৯-২০২২)            (ক্রমশঃ)