অকপটে সঞ্জয় বলেন যাহা
ধৃতরাষ্ট্র শোনে কলির মায়া ।

সারা আর্যবর্ত-ভারত জুড়ে
কঠোর চাপ সৃষ্টি বিরোধী পরে
ছলে-বলে কত না অত্যাচারিত  
হবে অন্যায় ছাপামারি অযাচিত
সে শাসক ক্ষমতার লাগি
হবেন সংবিধান ধারা ত্যাগী ,
দেশ উত্থানে যেন তাঁর পণ
ভুলো মন, তা মানে অনুক্ষণ ,
এও মায়ার ঘোরে অনেক কাল
পুঁজিতন্ত্রে জনতা হবে বেহাল ।

ঘোর কলির মধ্যে উদয় এক
সত্য-ন্যায়-বিজ্ঞান সম্মত গোষ্ঠী
নাম তার সাম্যবাদী দল
মানবতার পরাকাষ্ঠা, অদ্ভূত সৃষ্টি ,
নকল স্বর্গ সে পুঁজিবাদ
সাম্য নীতির ঘোর বিরোধী
চাইবে তাকে করতে বরবাদ ।

যদিও সাম্যবাদী চট্টানসম
সে গড়ে চরিত্র অত্যাচার ভুগে
শত আঘাতেও রবে অক্ষয়
সপ্তম আশ্চর্য ঐ কলিযুগে ।
ঘোর শত্রু-বিরোধী পাবে না দোষ
না ঘপলা দূর্নীতিবাজ সম্পদ জড়ো ,
প্রতিটি নেতা দেশ ভক্ত, বড়ো ।
কর্ম তার সততার সাথ  
সভ্য জনতা তাকে চাইবে অগাধ
একদিন জনতা নেবেই সে পথ ।

(০৭-০৯-২০২২)              
ঘপলা > চুরি ,সম্পদ হরণ ।