অকপটে সঞ্জয় বলেন যাহা
ধৃতরাষ্ট্র শোনে সে কলির মায়া ,
যুদ্ধে দু’দলকে দেবে অস্ত্র
যে দল হারবে- তারে উসকাবে ,
কিছু দান, অন্ন-জল-বস্ত্র ,
বশে ,করবে তাকে- গোলাম !
এই ভাবে সে সশক্তদেশ
একাই ধরে রাখবে লাগাম ।

উন্নতশীল দেশ তার বেশ
উপরে চকচকে নীতি ধারা
আসলে ঋণে হবে আধমরা ,
পুঁজিবাদের থাবা যায় না ভাবা
মিথ্যা চাহিদার দুর্ভিক্ষ আভা ।

তোষামোদী শাসক অধর্ম বলে
দোষ ফেলাবে জনতার ঘাড়ে ,
আধুনিক জৌলুস জ্যোতির ফলে
মানুষ, মানবতা যাবে ভুলে ।
নিজ আপন হবে দূর-দূর
চিন্তায়- বোধ হারাবে ভরপুর ,
নব্য আর পুরানো দোটানায়
হাবুডুবু খাবে জনতা মায়ায় ।

(০১-০৯-২০২২)          (ক্রমশঃ)