মাত্র একটা নির্বাচন,
যা কিনা পাঁচবছরে একবার আসে ;
নিজ ভবিষ্যৎকে ভালোবেসে
আদানুন খেয়ে নেতার ভাষণ ।


ত্যাগ ভাবনায় যদি বাস্তব হত- জীবনবোধ ,
এই দেশসীমানায় থাকত না অশুভ তাপ-শোক ;
স্বমহিমায় জাগত দেশ -
সর্বজনতার অনেক কষ্ট লাঘব হত, দুঃখ-ক্লেশ ।


প্রচারে কি কারণে তুমুল অর্থব্যয় -
কারা এসব কাজে অর্থ-সম্পদ যোগায়
প্রচারক পরের ধনে করে না তো পোদ্দারি -?
নিরীহের না কোন দুঃখ-শোক আহামরি ।
প্রচার বন্যায় ডুবে যায় বোধ-বুদ্ধি ,
হুশ ফিরলে, হাজার গঙ্গাস্নানে হয় না আত্মশুদ্ধি ।


(১১-০৪-২০২৪)