প্রচার মোহে বিশ্বাসী জনতা ,
হাঁড়িকাঠ দেখে না, বাড়ায় মাথা !
প্রচার ,বাস্তবে জনতার হিতে
ধুঁকছে অতি- জীবন অহিতে ।


প্রচারে- বোঝে না শোষণ ধারা
বড়োর কথায় আত্মহারা ,
জনতা, শাসনে দেখে না দোষ
মিঠে যেন গা সওয়া উদঘোষ ।


নিজ অভিজ্ঞতায় গড়ে উপলব্ধি,
এর ’পর আর হয় না নীতি
সুখের স্বর্গ ধরে রয় আশায় ;
না মানলে প্রচার হবে ক্ষতি
এটাই যেন দুর্দশার ভীতি ,
বাধ্য সায়, প্রচার কথায় ।


সমগ্র দেশ প্রচার জন্য,--
নির্মূল- শেষ দুঃখচিহ্ন
কারো বা সুখ পোয়াবারো -
সুযোগে চালাক ভোট করে জড়ো ।


(০৭-০৪-২০২৪)