ওরা মোড়ল, প্রচারে ভীষণ জোর -
একই নীতির ধর্মই হবে সুখবর ,
এ কথায় মনে ধরে যে দুখ্
ও হে বন্ধু ! এটা একিকৃত ভূমণ্ডলীয় যুগ ।
বিচিত্রতায় চলে সংসার -
কুয়োর ব্যাঙের মত লাফঝাঁপ কত দেবে আর !!


এ সব কি শোভা পায় আজ ?
একে তো প্রজাতন্ত্র, সবার নিয়ে রাজ -
অনুরোধ, সাংবিধানের রাখ লাজ ,
ও ভাই ! শক্তি-দম্ভে করো না অকাজ ;
দেশহিতে ভিন্ন ভিন্ন বিচারের থাকবে দ্বন্দ্ব -
তার মাঝে খুঁজে নেবে সবে সুখের ছন্দ ।


ঝড়-বন্যা তারাও তো দেয় শিক্ষা -
এ তো মাত্র একটু বিরোধী কথা ,
মোড়লের সহ্য হয় না !
প্রচারে জ্ঞানচক্ষু হল কি কানা ?


(০৯-০৪-২০২৪)