প্রচারে সময় যেন না হয় নষ্ট
প্রচারক মনে ধরে কত কষ্ট ,
খাওয়া-দাওয়া সব ভুলে -
স্বপক্ষে সবারে করতে চায় তুষ্ট ।


এসময় আসলে তিনি মরিয়া
যদি জনতা করে হেলা ?
আগে ঘরে ছাপা পড়তে পারে
সে দিকের চিন্তা করে  
আপ্রাণ চালায় জেতার কলা ।


কি বলতে কি বলে নিজেরে ভুলে
নৈতিকতা নীতি 'তাকে' তুলে
অপরকে দোষ দিতে হবে
এতেই নাকি কেল্লাফতে ।
রাতদিন চলে জল্পনা
গাড়ী-ঘোড়া নিয়ে সমানে হাঁকে ,
রঙিন ফানুসে লক্ষ্য রেখে
সবারই কত কল্পনা ।


বুঝে নেয় নেতা জনচরিত্র ,
এ যুগধারাটাই- প্রচার মাত্র ।


(০৯-০৪-২০২৪)
তাক > শিকেয় ।