ভুক্তভোগী তার থাকে অনেক মনের কথা
কথাগুলি মুক্তঝরা শিশির বিন্দু যথা ,
স্বযত্নে রাখে সে স্মৃতি, গচ্ছিত- সারাজীবন
কখনো স্মরণে আপ্লুত হয় তার চিত্ত-মন ।
প্রকাশ ? সমাজ মাঝে এক দুরূহ ব্যাপার
সুখের পায়রা , উপহাস করে চারিধার ।
কখনো রয়ে রয়ে বড়ো সে অভাবী আর্ত
কতকাল মুখ-গুমরে কষ্টে ছিল সে ক্ষুধার্ত
বলে বসে জীবনকথা অসহায় সে পাত্র ;
স্বস্তির নিঃশ্বাসে ভলবাসে পুঃন এ ধরা-মর্ত্য ।

(১৪-০৭-২০২২)
বেদনার দাস্তান > বেদনার করুণ গাঁথা, কাহিনী ।