স্বর্গগত কিছুদিন, ভূতের রাজার পিতা ,
অরণ্যে,ঐ উপলক্ষ্যে, মহাভোজ সেথা !
নিমন্ত্রিত মানী-গুণী ,দামী, ভূতলোক,
বাঞ্ছা, পিতার হোক , প্রাপ্তি পরলোক ৷
এলাহী কারবার, বিশাল আয়োজন ,
সাদরে রাজা করে , আঙনে আপ্যায়ন ৷
রুটি-লুচি, চর্ব-চূষ্য, নির্ঘন্ট নির্ধারণ ,
মণ্ডা-মিঠাই ভরা, কয়েক শত মোন ৷
প্রাঞ্জলি রাজা বলে ,সারো ভুঁড়িভোজ !
এক কুলীন, বাধা দানে, হবে না সহজ ?
বৈঠকে বসিবে না সর্বজাত মিলে ,
আরো বলে, খাবে না উঁচুরা, এ হালে-
নীচ-পতিত, ছুয়া-ছুত, গন্ধ পাই হেথা ,
মোরা কেমনে খাব, হয়ে জাত্য মাথা ?
শ্রাদ্ধে বিপদ ঘনায় ,পাইয়া সুযোগ ,
রাজার কপালে নামে ,মহাদুর্যোগ !
সবিনয়ে হাত জুড়ে রাজা জানায়-
এ একুশে সদি, এ তর্ক না মানায় ?
সহঅবস্থান সততা সমতা ভাইচারা -
বর্তমান উন্নততর নীতিতে চলিছে ধরা ৷
পূনঃ বিনয়ী স্বরে, 'সবে করিনু বিনতি ,
একসাথে মিলে-মিশে সবে কর বসতি ৷
ভূত মৃত ! গত কায়া, নেই অস্তিত্ব !
ভূত-ভবিষ্যৎ, বর্তমান, শূন্য যত ৷
শোভে না কলহ, নিয়ে জাত-পাত-
কেন করো একতার মরমে আঘাত ?
আমরা অপার্থিব, মুক্ত, প্রেত,অপ্রাণী ,
নেই সম্পদ, পরিবার- ধন ,জমা-জমি ৷
ভূত মাত্র ভূত ! অফুরাণ মুক্তির কমি' !!
কোন মান্যতা, যুক্তি-তর্ক, না শোনা -
দক্ষযজ্ঞ বাঁধায় !নষ্ট করে খানাপিনা ৷
দুঃখী ভূতের রাজা, ভাবে মনে মন-
ভূতের ও আছে, স্বার্থ ভাবনা-চিন্তন !!
(ইং-২৭-০৫-২০১৭)