ব্যাধি, খুশ-খুশে কাশি ,
সাথে ঘুষ-ঘুষে জ্বর -
এই অতিষ্ট কারকরা
আর ! পায় না ঘর ?


জেঁকে বেসেছে, বেসে ভাল -
রূপ দেখি না, মুখটি কালো !
বেশ মজায় থাকে পড়ে –
রাত-দিন আচরণ ধরে ,
কত না সেবা তারা করে !
কোন কালে যায় না সরে ।


কানে কানে কয় কথা -
রাখিবে, চির সখ্যতা  ,
একসাথে, শেষ কালে  -
অবশ্য, তারা যাবে চলে ।
আর দেবে না কোন ব্যথা ,
একথা অনড় ! নয় মিথ্যা ।


(ইং-২১-০৬-২০১৮)