কাঠফাটা রোদ, দাবদাহ বেজায় !
ভেকেদের অশেষ কষ্ট যে তায় ।
তাই সময়ে বর্ষার জল পেয়ে -
তারা ওঠে নেয়ে, সুস্থ হয়ে ।


কি ডাকা ডাকে, আত্মহারা -
মাতিয়ে তুলিছে, সমস্ত পাড়া !
যে ডাকে না, সেও খুব ডাকে -
গলা ফেড়ে তারাও, এখন হাঁকে !


এইতো সময়! তেজ ডাকা-ডাকি -
এখন সুযোগ, চারিদিকে দেখি ;
ছেয়েছে বিজ্ঞাপনে সারা বাজার -
পূজোর মরসুম দেখি বাহার !


সেজেছে রংধনু , রকমারি রং-
নানা রূপে,বর্ণতে, বিচিত্র সং !
টু’পাইস্ লাভে, মরিয়া তারা -
দেখানোর পালা, তুচ্ছরে সেরা ।
এখন বড্ডো, আস্থায় ভরা মন -
কেহ নহে এসময়, হাড়কৃপণ !
পকেট করিবে, হরদম ফাঁকা -
উধারে নেবে ,যতো পারে টাকা ।
এ যে প্রেম-ভাল লাগার বিজ্ঞাপন ,
সবারে সে করে নেয়, সহজে আপন ।


(ইং-২৬-০৯-২০১৭)