গণতন্ত্র নহে একার তন্ত্র
আছে সেথা দায়িত্ব-অধিকার ,
একা নেতা পারে না কিছুই
সেবায়, সকলের দরকার ।  
কার্যে কর্তব্যবোধ, ন্যায়নিষ্ঠা
জনগণে পা’বে ঠাঁই ,
ঝঞ্ঝা-ঝড়, বিনাশ কালে
বিপদে, কোমর বাঁধিবে সবাই ।

একার উপর থাকিলে নির্ভর ,
সুচারু হয় না কাজ -
হয় না পার, দেশ সংসার ,
গতিমান হয় না সমাজ !  
কালিমা, জড়তা, তুচ্ছ যতো
দূরভিতে দেশ অঙ্গে ,
বিরোধ-প্রতিরোধ তীব্র সেথা
ভাবনা রাখিবে সঙ্গে ।
ইচ্ছে সদা দেশ হিত মতি
ধরি সর্ব মঙ্গল সাথে ,
সাধিতে কর্মে, বাধা নয় আর -
ভাগ্য ফেরে সুপ্রভাতে ।

ধন্য ! শ্রেষ্ঠের শ্রেষ্ঠ, সে গণতন্ত্র
নামিল এই পৃথিবীতে ,
রাজার চাবুক পিঠে পড়ে না
আগুন ধরে না ভিতে !  
হেলায় খেলা নয় যে আজিকে
লহো তারে করে আপন ,
দেশ গঠনে সবে এসো চলে
গণতন্ত্রে দাও মন ।

(ইং-০৪-১১-২০১৭)