হ’লেও অপয়া ! দেখো অগ্র স্বপ্ন ,
করিও তারে আদর মনে যত্ন ।
দেহে, রামাবলি, বগলে পুরে ছুরি -
দিনে, হরিনাম, রাতে করো চুরি ।
যার দয়ায়, বাঁচা-মরা, আশ্বাস ,
তারে শেষ করে, করো লাশ !


ফুসলিয়ে অপরেরে, চড়াও -গাছে -
ওঠার মইটি টানো, ধীরে-পাছে ,
প্রচারো, মিথ্যা কথায় অবিশ্বাস -
স্বয়ং সত্যবাদী, যোগাও আশ্বাস ।
দূষিত অনাচার- করো আবাদ ,
সুধা-রস, পরমান্নের, নেও স্বাদ ।
একক নেশা ধরো, পয়সা আয়ে -
মিলাবটে বিষ, বাড়াও নির্ভয়ে !


জাগিলে শঙ্কা , সম্ভব নয় তার !
ব্যাঙ্ক থেকে নাও, প্রচুর উধার ।
লোভে, লাভে ,ঝরুক না ঘাম ?
তুমি পাবে সমাজে প্রচুর দাম ।
ছলনায়, নিজেরে করিও ঠাঁই -
প্রথম পছন্দ, থেক, ঘর জামাই ,
পরের তোলা জলে, সের স্নান -
গতরে খেট না ! খোয়াতে মান ।


পল পল শুধু ভাবা, নিজ স্বার্থ -
পরোপকারে শ্রম, করো না ব্যার্থ !
জানিও সবার, শুদ্ধ বুদ্ধি নাই -
ওদের দুঃখ, করো না ভরপাই ।
অসময় যাক না তারা- বরবাদে !
সবে সেবায় যাক। তুমি বাদে !


যেখানে লাভ, সেথা দেবে লাফ -
কাজে হীনমতি, ধর অপরিমাপ ,
না পারিলে ভাগ ! যাও বিদেশ -
বাড়ি-ঘর কিনে, বসবাস,- বেশ !
করো না, দেশটাকে, মোটে যত্ন ,
তুমি পেতে পার দেশে,-মহারত্ন !!


(ইং- ০১-০৫-২০১৮)- ব্যাঙ্গালোর
*-হিন্দী শব্দ , ভাগ > পলায়ন কর ।