সে দিন নয় অদূর, আসিতে আর !
নয় বাঁচাটা সস্তার  ,
সে সুঅবসরের দেখা মেলা ভার ,
না, সুসঙ্কেত রাস্তার !


একতা উদাহ, দূষিত অনৈক্যে ,
ভরিয়া বেসুর গান -
স্বার্থে স্বাভিমানে, ভরা কুবাক্যে ,
দাম মেলে না জান !


মতের সংঘাতে জ্বালায় অস্থির ,
অধৈর্য আস্থা ’পরে -
অগ্রাহ্য আদলে মুখরিত অধীর ,
বাঁচাটাই দোষ পুরে !


অতি স্বাধীনতায় , সুখ হারাবে -
পথের খোঁজ অমিল ,
না পাওয়ার মাঝে, হতাশে রবে ,
ক্ষত বাড়ে তিল-তিল ।


জগত্ সংসারে ভাঙন নামিবে ,
দিশেহারা প্রতি জন -
মহা কালক্ষয়ি ঝড়ে ভরে ভবে ,
ভয়ে ভীত রবে মন ।


সত্যের কাছে পৌঁছতে নাকাল -
অখাঁটি সম্বল করে ,
ঘোর গোজামিলে সব হালচাল ,
বাঁচা মানসিক জোরে ।


(ইং-০৬-০৬-২০১৮)