প্রতাপী নেতা গদিতে বসেই
বিদেশী গাড়ী হাঁকায় ,
কাদের কারণে এত উন্নতি -
আজানা মূঢ় মাথায় !


ভাগাড়ে যেমন শকুন পড়িলে
নাড়িভুঁড়ি শুদ্ধ খায় ,
নেতার সময়, আখের জুটানো -
ছাড়ে না কোন উপায় !


দেশের দশা হোকনা যেমন
ভ্রূক্ষেপ নেই তাতে ,
খাবরে শৌখিন, ঘৃত-মধু-দুধ -
প্রতিবার চাই পাতে !


উপোষে পাড়াগাঁয় অজস্র কত
থাকনা সেথায় পড়ে ,
নেতার ঘরে প্রাচুর্যের- হাঁড়ি -
বর্বাদ বেদম হারে !


কেবিনেট্ পদটি পেয়ে নেতা-
বাঁচায় খোঁজে সে ছুঁতো ,
বিপত্তি কালে চিন্তন যে তার -
জনতা বুঝুক গুঁতো !


(ইং-০৫-০২-২০১৮)