শাসক সে জনাশীর্বাদে, পদে-
জনধনে আসে নেতা মসনদে ৷
তার মনে, মনমাতানো শখ -
ভালরে ভাবে ওরা শুধু ঠক !
ওদের তীব্র সমালচনার জ্বালায় -
খুশী যায় ভেস্তে ,বুঝি হেলায় !


শীঘ্র হতে চায় নেতা ধনকুবের ,
জড়োতে কুঅর্থ করেনা দের !
নিশিতে ইচ্ছা একটু আমেজ -
করিবে মনটা চাঙ্গা-সতেজ ,
পত্রকাররে পায় শুধু ভয় !
দাপট সুনাম, তারা করে ক্ষয় ৷


বাঞ্ছা সোমরসের, কিছু মিঠা গন্ধ -
মেলা-মেশা, ঢলা-ঢলি, নয় মন্দ -
ধরিতে চায় রুপোলী চাঁদ -
ভয় পায় বিরোধীদের হাত !
ভেবেছে কতনা আরো দিনরাত ,
আশা পোষে, ফেরাবে বরাত ৷


তবু ভরেছে আজি সুখের দিন -
তিনি এখন গভীর জলের মীন !
ইচ্ছে প্রতিবার বিজয় চাই -
হোকনা শখ তার যাচ্ছেতাই !


(ইং-১৯-০৯-২০১৭)