ভূতের বাচ্ছাটা নটখট্ মেলা
চায় দু’বেলা, কেবলি ঝামেলা !
কোথায় কার করা যায় ক্ষতি -
গলদ কর্মে তার যে কুমতি ।
বদনে, ছাই-ভষ্ম, রংচং, মেখে -
আয়না দেখে ,অভিনয় শেখে !


সুযোগে চায় ‘হলিউড’, চলচিত্রে -
উত্থানে, চিত্রশিল্পী নামী, সুপাত্রে  !
সাহায্যে চাই , দক্ষ পরিচালক -
যোগাড়ে থাকে, যে করে হোক ।


এমন ভেংচি, ভূতনাচ নাচিবে !
দর্শকগণ বুকে জড়িয়ে নেবে ।
দেখাবে করিস্মা আদল নৃত্যে -
তাক ! ছিনেমায়, অবশ্য সত্যে ,
শীঘ্র ফলন, পারলৌকিক দৃশ্য !
কোলে নেবে তুলে অহস্র শিষ্য ।


কামনায় তার আশা -অবিরত,
সে ভূত নৃত্য দেখাবে মনঃমত !
হায় ! সে দীন হীন, অক্ষম টাকায় -
মাত্র ধন কিছু -মাথার খুলি সহায় !


হিন্দী শব্দ, করিস্মা > আশ্চর্য চকিত ।
(ইং-০৮-০৫-২০১৮)