নিজ লোকে বেবকুফ বানালে !
কোথায় যাব বলো  ?
কথায় কাজে গালমন্দ করিলে -
কেমনে বাসি ভালো ?


জীবন ধারণের আশা-ভরসা ,
নিত্য যদিও মেলা -
পথের মাঝে নামিলে হতাশা -
কমে কি দুঃখ জ্বালা ?


জীবন সাথীর সখ্যতার আদর ,
ভাবনাগুলি ঘিরে ;
পাই, ভরসা বল, নির্মূলে ক্ষতর ,
নির্ভয়ে বাঞ্ছা ধরে ।


ঝঞ্ঝা-ঝড়ের সে অস্থির বিচার
সন্দেহ ভরা দ্বন্দ্ব ,
ঘেরা ধূম্রজালে আচ্ছন্ন আচার
মতিভ্রমে মেলে মন্দ ।


শাক দিয়ে মাছ ঢাকা এ কালে ,
হয় না সব উদ্ধার  ;
পাতা খসায়, নেড়া গাছটি হালে
দৃশ্য রুক্ষ অপার !


(ইং-০৭-০৬-২০১৮)