চাল-টা যদি হয় ভেড়চাল
ভাল আর মন্দ
ভেড়ারা কি বোঝে ?
শক্তি লুকিয়ে যদিও একতার মাঝে
মানছি , প্রবুদ্ধও চলেন এমনি সাজে ।


চাল তো দেখি নেতার হিতে হামেশা
যদিও মনে ধরা বড় উত্তমাশা
আজ কত কত হ’ল খুশ ?
দেশের ভাগ্য গড়তে আর কত পুরুষ !


তবু রবে মহান সে ভেড়চাল -
এটাই পেঁচিদা না বোঝা হাল ।


(১৪-০৪-২০২৪)
ভেড়চাল- এক প্রবাদ > অপরের দেখাদেখি চলা ।
হিন্দী শব্দ, পেঁচিদা > প্যাঁচযুক্ত ।