ফাঁদ বস্তুটা ! যার চির সম্বল ,
সে মাকড়সা, আর, তারি জাল !
জলে, ডাঙায়,-জাল পাতা কত -
ধরে শিকার, তার খেয়াল মত ৷


জালের কর্মকান্ড, বেশ উপভোগ্য-
বড়ো দান, ফেরাতে ,উজ্জ্বল ভাগ্য !
খল, অর্থের দম্ভে পাতিয়া জাল -
সুখ সজ্জায় তায় , অনন্ত কাল !


ধরার ধুরন্ধর, বুদ্ধিমান প্রাণী -
ফুলে, বড়ো মাপের, গুণীজ্ঞানী !
এ বিষয়টা এমনই, সহজ ধান্দা -
অদেখা দেশের অতল মন্দা ৷


চীনের প্রাচীর মত ব্যাপক, অটুট,
শোষণে মহাযন্ত্র, ভরপুর নিখুঁত !
ভাগ্যহারা জালে ধরা,- চুনোপুঁটি ,
দাগী বাঁচে, ভেঙে, জালের খুঁটি ৷


জাল পাতা আজ, লাভের ব্যবসা -
অতিখাস আয়ের, উত্তম ভরসা ৷
সুযোগী বেছে নেয় ,এহেন পেশা -
তাইতো বাড়ে এতো মাকড়শা !


(ইং-২৭-১০-২০১৭)