হাবু-গবুর কপালে সুখ ওঠে না ফুটে
যদিও তারা রাতদিন খাটে
দিনান্তে আধপেটা খায়
পান্তা কোনক্রমে জোটে
ঘটে, বাঁচতে শেখা বুদ্ধি আছে বটে ।

চায় সুখ তা’ নিয়ে চিন্তা করে প্রচুর
জয়ী দলনেতাকে করে জী-হুজুর ,
আকুতি মিনতি সহকারে
আরো তারে করে পূজা
নেতার চরণ সেবা করে
তোষামুদী কাজে পায় মজা !
যখন দল পালটায়
সাথে তারা ভোল ও পালটায়
দু’ভাই সেই দলে সুখে দিন যায় ।

রাজ নীতির এ খেলা
কিছু লোকের সুখ মেলা ,
দেশ-দেশ করে, ওরা- বুদ্ধিহীন
জীবনটা নাকরে হেয়
কুমিরের দেশে, বাঁচাই শ্রেয় ,
কাজে সে বেচারা হয়ে নিরীহ মীন !

(০৫-০৩-২০২৩)
মীন > মাছ ।