ছিল সুন্দর মনোরম ! সে দীঘি ,
চারিধারে গাছপালা, বাস পক্ষী ।
ফুটে স্বচ্ছ জলে শাপলা, কমল ,
সেথা নেই ঢেউ, শান্ত অতল ।


বিজ্ঞ জ্ঞানী চায় দ্রুত উন্নতি -
চষে বেড়ায় পতিত ক্ষিতি ,
নজরে ধরে সে দীঘির রূপ -
মানে, দীঘিটা দেবে লাভ খুব !


হলে পাঁচতারা রম্য হোটেল ,
সময়ে বিদেশী চরিবে অঢেল ।
বৃদ্ধি হেথায় কাজের সংস্থান ,
হোক না উচ্ছেদ পাখীর জান !
গরীব নিরুপায় এমনি মরে -
খদ্যাভাবে, ব্যাধি, ধরে-ধরে !


এ হোটেল বাড়াবে শোভা ,
কত না শ্রীতি মণ্ডিত আভা !
মন্ত্রী করিবেন, আরাম-বিশ্রাম ,
কাজে হবে দর্শনীয়, ধনির ধাম !!


(ইং-০৬-০৫-২০১৮)