ওরা যে তৃণভোজী, পশুর জাত -
তাই চরিছে তারা ভরে সারা মাঠ ।
দেখিয়া তাদের সরল জীবন -
কারণ জানিতে, নেই যতন ,
তারা বলে চলে , আঁখি জলে -
গাধার সুদিন নেই,-কপালে !


মোরা কারো, ভাগেরটা খাই না -
কোরো ক্ষতির কণা ,নাহি জানা !
করি না খুনোখুনি মোরা আপসে -
গাল মন্দ করিনা ক্ষণে, প্রকাশে ।
আমরা শ্রম দানি,-‘গাধার শ্রম’ -
মালিক তবু খাবার দেবে কম !


মানব সভ্যতায় আছে অবদান ,
'মূর্খ-গাধা' নামে ,করো অপমান ?
ছলাকলার পক্ষধর, যারা অতি -
দেখি হৃদয়ে ভক্তি তার- প্রতি !
কত অসাধ্য কাজ ,গাধা করে -
তোমরা মিছা চাবুক মার তারে ?


শূন্য বাসস্থান ,নেই চিকিৎসা -
তা’, করি না !জীবনে সে আশা ,
নীতি,শিক্ষা, জনমে জানি না -
সে শেখা ! গাধার নাকি, মানা ?
থাকি সততা নিয়ে জীবন ভর -
যে কোন কাজ করি লাগাতর ,
তবু কি-না,-পাই ! নাম-'গাধা' ?
বলো, মোরা নাকি সাধা-সিধা !


এখন শুধাই, তোমরা মানুষ !
আছে খুব পরিমাণ, মান ও হুঁশ ।
আবার জন্মাও, হয়ে অবতার !
মোরা কি গাধা ! জনম জনম ভর ?


(ইং-১৮-০২-২০১৮)