তপে, শান্তিদেবী পায় বর, একবার ,
কষ্টে মেলে দেবের, দয়ার উপহার ৷
মহাকালকে জানায় -হে, রাজন ,
তব বর দানে ,করো আশা পূরণ ?


শিখাও, নীচতা, স্বার্থরে করিতে ত্যাগ -
গড়ে উঠুক আদর্শ, করো সবে সজাগ ৷
বিতাড়ো হীন ভাবনা, জাত-পাত-
শেষ করো তুচ্ছ, নিছক সংঘাত ৷


মিটাও দ্বন্দ্ব, যুদ্ধ, ধ্বংস, অবক্ষয় -
মানুষ বাঁচুক, স্বজন সাথে নির্ভয় ৷
চিরতরে কর দূর ,অসত্য-মিথ্যা ,
আনো সততা,একতা, ভাইচারা, প্রথা ৷


প্রশ্নে মহাকাল হয়- অতীব ভাববিহ্বল -
কষ্টে সংবরণ করেন- তিনি নয়নজল !
মুখরা মুখ, নির্বাক ! ভারাক্রান্ত মন -
বাজিল অন্তরে বাণী , বজ্র মতন !


সবিনয়ে জানায়,-“প্রজ্ঞা শান্তিদেবী !
মম অন্তরে প্রবেশিল, তব প্রশ্ন, সবি ;
কী সে নিগূঢ় রহস্য ধর্ম, সকাল সন্ধ্যা -
আমি কাল, রবদানে অক্ষম,বন্ধ্যা !”


(ইং-০৩-০৭-২০১৭)