মা- কাতরে, বলিছে বাছা ,
ওখানে বঁড়শি পাতা, যাস না !
মনে গাঁথ বাক্যটি, সত্য-সচ্চা ,
শোনরে মায়ের একবার মানা ৷


খলেরা জনম-জনম জাল পাতে -
ওরে ! সাধ্য কার, রেহাই পেতে ?
লালসায় মতি করিস না ভিন -
ঐ আধারটা খাস না, কোন দিন ৷


লোভে যে পরাণ, তার যায় !
বোঝেনা ছানাটি, চলে সেথায় ৷
শেষ পরিণতি ,বঁড়শির জয় !
সমাজে সচরাচর এখন যা হয় ৷


নবযুবক ধায় আকাশ পানে -
লভিতে উপায়, সুখের টানে ,
সামান্য স্বার্থ, লোভের বশে -
অমূল্য জীবন অসময় নাশে !


খলেরা চতুর, রেখেছে শিখে-
টোপ গেঁথে ,ভরেছে চতুর্দিকে ,
জালে দুর্বলেরে, ধরাটা কাজ -
ওরা, বাটপাড়িতে অহরহ সজাগ ৷
লোভ দেখিয়ে, টানে জালে -
শেষ- রফাদফা, প্রাণটা অকালে !


মাছের মার, শোক-তাপ নাই-
লক্ষ সন্তান, তার যে তাই  !
গরীবের বেলায় মিলটা সঠিক -
নিঃস্ব,-দুর্বল ,তারা ততোধিক ৷


(ইং-০৬-০৮-২০১৭ )