শ্রমিক ,মুটে ,ভাগচাষি
বাঁচার অবলম্বন-পরিশ্রম ,
দিন আনা দিন খাওয়া
বৃথা কাজে যায় না মন ।
পারে না বাঁচতে সুস্থ্যতায়
নেতা তাকে চরিয়ে খায় ,
গণতন্ত্রে বিচিত্র কর্ম
সব মিছিলে তাকে চাই
বন্ধকী চাকর সম ,
কি যে জ্বালা তারা পোহায়
নেতার আদেশ মত ,
বাঁধা গোলাম চির পরাধীন
পদপিষ্ট অবহেলিত কত ।

আজনম সংসার টানে- কষ্টে
বারোমাস কাজের পরে
সাগর মন্থনে, মালাই-অমৃত
ধনাঢ্য খায়- সুখ করে ।
আরো কুফল তখন ফলে
গরীব ভিটে নেয় কেড়ে
বহুমঞ্জিল অট্টালিকা গড়ে
আর্তর কুড়ে জুড়ে ।
উপর তালার চাই মুনাফা
গরীব অকালে মর ,
ধর্ম-- সে বলেই দায় সারে
পাপ পরিশোধ কর ।

(২২-০৭-২০২২)