প্রিয়কবি সঞ্জয় কর্মকার মহাশয় ,কবিতা “নবোদয়ের ঝলক” তার উপর যে
কাব্য মন্তব্য করেন সেখানে মুগ্ধ হয়ে এ কাব্যটি তাঁর সম্মানে অর্পণ করিলাম ।
"যুদ্ধাভ্যাস-(ব্যঙ্গ)"


এক সে দেশ, বড়ো শক্তিধর
সে আবার সবার মাতব্বর !
রাতদিন তার ফন্দি-ফিকির -
সবে বশ করিতে দানে ক্ষীর !


নাগালে যারে পায় সে গ্রাসে ,
বাঁধে তারে অদৃশ্য নাগপাশে !
বলে, চলো করি, যুদ্ধাভ্যাস ,
আমরা চাই, অস্ত্রের বিকাশ !


ভাই ! ষখন সব দেশ স্বাধীন -
তবে কেন দৈন্য, মনঃ হীন !
না ? গূঢ় বিষয় আছে- ভিন্নতা -
আয়েতে, অস্ত্র বেচা, তার প্রথা !


বলা সবে, মানো, নিরস্ত্রীকরণ -
আসলে ধোঁকা-ছল,- আচরণ ।
যুদ্ধাভ্যাসে, তার ফাঁকে-ফাঁকে
দেশের শয়ন,-রান্নাঘর, দেখে !
তাদের ধান্ধা এক নয় !
হাজারো নিশ্চয় !!


(ইং-১৯-০৫-২০১৮)-ব্যাঙ্গালোর
*-দক্ষিন কোরিয়া এবং আমেরিকার যুদ্ধাভ্যাস এর জন্য উত্তর কোরিয়া নারাজ ।
তার জন্য ১২-জুন, প্রস্তাবিত শিখর বার্তা সিংগাপুরে, তারা চায় না ।
*-স্রোত > ‘রাজস্থান পত্রিকা’ (ব্যাঙ্গালুরু) ইং-১৭-০৫-২০১৮,