প্রকৃতি চেষ্টিত, সদা দানেতে সবার
ভাগের ভাগ দিতে একই প্রকার ,
সে দেয় বাঁচিতে, সাধন প্রচুর তার ,
থাকিতে শান্তিতে ভবে, একাকার ।


যোগাড়ে ছোট্ট টুনটুনি, সে চেষ্টায় -
ছোট তরু শাখে ,বাঁধে এক বাসা ,
সদা দোলে তার মন, আস্থা ভরসায় -
মাত্র ধ্যেয় রক্ষায় বংশটি, আশা ।


মাতাল ঝড়ে ভীষণ তরু শাখা দোলে ,
এমত আপদ বিপদ সহিতে হয় -
শীত গৃষ্ম বর্ষা-ঝড়, কঠোর সাড়া মেলে ,
ছানাদের আলগায়, দু’টি পাখায় !


কত বড়ো সে পরম কাজ, এ কর্ম মানে ,
মাত্র এটুকু সার্থক জীবন- সান্ত্বনা ,
কষ্টেও এ নিয়ম, বংশ পরম্পরাগত টানে !
জীবনের, ধ্যান-জ্ঞান তার জানা ।


একদিন অকস্মাত্ শেষ, হৃদয়ের আশা -
মাকে ছেড়ে ছানারা যায় উড়ে ,
শুধু রয় নীরবতা, নভঃ তলে ফাঁকা বাসা ,
একা টুনটুনির তরুশাখা ’পরে !


(ইং- ০২-০৫-২০১৮)