আকাশে ভয়ার্ত , মসিকালো মেঘ ,
সবে-আতঙ্কে কাঁপে, ভয়েতে ভেক !
মুহূর্তে মনে হয়, এলো বুঝি প্রলয় -
ত্রাসে সকলে, শামুকখোলে আশ্রয় !


ভাবনায় যদিও বিদ্রোহ ! স্থির রসনা ,
ব্যবস্থার অপগুণে ,পোহায় যাতনা ।
পায় আভাস ,সম্মুখে বিপদ নানা -
তাই বুঝি নিশ্চুপ ! প্রকাশে মানা ?


ঝড় নির্মূলের আছে তৈরী দপ্তর ,
তা’ শেলসম হৃদে পেয়েছে খবর !
স্মরণে অবগত, প্রতিকার হীন, হায় -
সাহসে অকুলান ,পদে-পদে তায় ।


চক্ষু পলকহীন, মুমূর্ষু ,ক্ষত বদন -
বাড়িছে চারিভিতে, কেবলি ক্রন্দন !
না আন্দলিত, অসহায় প্রতিয়মান ,
বাঁচা, সচরাচর যেন দেহশূন্য প্রাণ ।


আর কত কাল ,বেকারত্বের জ্বালা ,
এ বিষম অসহ্য, দিবানিশি মেলা !
পেলাম স্বাধীনে , নিজস্ব সরকার ,
চাই সে ভগবান, করুন প্রতিকার !


(ইং-২০-০৩-২০১৮)