ভোট কালে নেতা ভালবাসে
আদরে সে দুঃখী-দীন ,
কেন নেতারে দোষ মনে-মনে ,
সে, প্রেম-প্রীতি হীন ?


জীবনটা তার গত, ধন কুড়াতে-
এছাড়া ভাবে না, বৃথা ,
নিজের ছবিটি কাগজে দেখিলে ,
চরম সুখ পায় সে নেতা !
তারে ,ভরা সভায় মাইটি দিলে -
প্রেম বাণীতে বলে কথা ।


শুধু নিজ ঘর-সংসার, পুত্র-কন্যা ,
মাথায় ভাবনা সেথা ;
লাভের পথ খোঁজে জীবন ভর -
তার মুখ্য নীতি-প্রথা ।


যতই বাডুক চাল-ডালের দাম
নেতার আসে না কিছুই ,
ভালবেসে ধরে কমিশন কাজ -
নেতা চষে নতুন ভূঁই ।


বেকার ছেলেদের খুব ভালবাসে ,
গড়িবে নব-নব দল ;
প্রেম-প্রীতি সব ঢালিয়া শেষে -
বাড়ায় ভোটকাজে বল !


কভু সাঁঝে আসরে রঙে মাতেন ,
ভাব ধরেন, দুঃখী-দীন ;
প্রেমে ঢুলু-ঢুলু বদনে আমেজ
হাতে ধরা গ্লাসটি রঙিন !


(ইং-০৭-০১-২০১৮)
(দ্রষ্টব্য-- সাগর, নদী, পার হতে গেলে জাহাজ বা নাও এর সাথে মাঝীর বড়ো ভূমিকা থাকে , এ সবের ’পরে আস্থায় বেঁচে, পার হওয়াটা শত প্রতিশত নির্ভর করে । দেশের বেলায় ও তাই, জনতা ও নেতার ’পরে দেশ চলে , দেশের উত্থান-পতন ও তাদের উপর নির্ভর করে । আমার এখানে নেতাকে নিয়ে ব্যঙ্গ আকারে বলা, যদি কখনো সমাজের কাজে আসে । ধন্যবাদ ।)