কর্তা বলে, রাধো দু’টি ডিম -
বিকেলের জল খাবার ,
গিন্নি সিদ্ধ দিয়ে, বাঁচায় প্রোটিন -
সামনে রাখিল কর্তার ।


কর্তা বলে, ডিম সিদ্ধ চাইনি !
চেয়েছি ভাজা অম্লেট ,
সুন্দর করে ভেজে আনা চাই
ক্ষুধায় কাতর পেট !


তাড়াতাড়ি গিন্নি ভাজিল ডিম -
তবু কর্তা ধরে খুঁত ,
দু’টোডিম ,একসাথে কেন ভাজা ?
ভাজ আলাদা নিখুঁত !


পুনঃ গিন্নি, দু’ভাগে ডিমটি ভাজে ,
ধরেনা কর্তার মনে ;
কর্তা বলে, বাটির মত গোল-গোল -
শুনে রাখ কথা ধ্যানে ?


ভাজে ডিম সেই ভাবে, ঠিক-ঠিক -
হল না মতের খানা ;
কেন ভেজেছ ?সর্ষোতেলে ডিম !
বাদম তেলে- ভাজ-না ?


(ইং-০৭-০১-২০১৮)