স্বার্থীজনের বুদ্ধি বেশী
কথায় ঘুরপ্যাঁচ চলে রাশি-রাশি ,
চোর-ডাকাত, -ধূর্ত সে সাধু , নেতা -
তাঁরাও কখনো বলে বেড়ায় যা-তা !

ঐ যে ওরা সরল-নিরীহ ছাপোষা
কষ্টের দিন আনা দিন খাওয়া মানুষ
তাকে তাঁরা শোষণ ফাঁদে- নিংড়ে করে তুষ ।
ওঁদের একটাই চিন্তন
পরের গচ্ছিত-জমা ধন
ছলে-বলে-কৌশলে করা হ’ক হনন ।

কালে আত্মভোলা যতো দেশপ্রজা
আশ্চর্য্য ! এ কর্মেও ওঁদের করে পূজা ,
তাঁরা হলেও গত-পরলোক
আপনত্বে পাছে ঘটে সুখ্যাতির সংযোগ ,
প্রতিকৃতিতে জন্মদিনে মাল্যদান -
এমনি করে রেখেছে তাঁরাই বিধান !

(২৫-০২-২০২৩)