মোদের মিতালী আশায়, হরদম -
সচেতনে ভালরে জানাই স্বাগতম,
সে ঝঞ্ঝা-ঝড়ের প্রতি খাঁজে-খাঁজে -
ভাগ্য যে নিহিত, সকাল সাঁঝে !


উত্তম সে আতুর কোলে আসিতে,
বাধা দানি তারে, ধারাল অসিতে !
বল ? কেমনে হবে আগে শুভ,
ভালোরে কবে আদরে নেব !


ভালর গুণেই উদিবে সাম্য
তারাই বাড়ায় সমতা ধম্মো,
কি সে কারণ ! আজি নয় মান্য,
কেন ভাবা ! তারে, তুচ্ছ নগণ্য ?


সাম্য, শীঘ্র দ্বারে আসিতে পারে
যদি ,বিজ্ঞরা সামান্য ধৈর্য ধরে,
কোথাও যেন বিরোধ- বাধা -
খুলছে না মাত্র, মানব মেধা !


(ইং-০৯-০৬-২০১৮)