হাতে ধরা অবাধ্য কলম
ক্ষতে ভরে না কোন মলম !
কেবলি চলে ,আঁকা-বাঁকা-
অসহজ তার লেখা-জোখা !
ভঙ্গুর, বন্ধুর, পথে চলে সারা -
আঁচড়ের আঁচ, জ্বালায় ভরা !
তার টান,সটান ! ঘণ আঁধার ,
রাখে না কোন মহৎ খবর ৷
শোনে না বারণ, কোন কারণ -
ওঠে নাভিশ্বাস ,পাই যাতন ;
কী যে আকিঞ্চণ তার আস্থায় ?
সবই ধূমিল, আমার চিন্তায় !
থাম বাবা থাম ! লেখার ধরণ -
কর্মটা না দাঁড়ায় বিপদ কারণ !
দানিলে, কাব্য রস, তারে সোম-
জানায় সতর্ক বাণী, বিজ্ঞ যম !
তবু ছাড়ে না আমায় কলম ,
নেই নিস্তার ! নিষিদ্ধ করম –
কালিমা ভরায়, মম আচরণ ,
অগত্যা যাই শরণ, তার চরণ ,
তবু ,নাই তার দয়া ধরম -
সে বশে নয় !আমার কলম !!
(ইং-০৩-০৬-২০১৭)