চারিদেয়ালে বদ্ধ নারী ! সে অবলা ,
পুরুষ শাসনে বড্ডো তাঁর অবহেলা !
কখনো সে চায় অধিকারে লড়িতে ,
চায়, বাঁচিতে তাঁর মাথা উঁচুতে ।
স্ত্রী, তাঁর লড়াই, একা শূন্যহাত -
পুরুষ একসাথে অস্ত্রে, দেয় মাত !

সংসার জল্লাদে ভরা যে তাই -
বড়ো কঠিন ! সে লড়াই ৷
অসহায় ! পারে না বলহীন নারী -
আজ যোগ্য ,তবু সে গেছে হারি !

পত্রকারীতার দুরূহ কর্মে ব্রতী ছিল সে ,
পানামা পেপার্স লীকে অগ্রণী যে -
নাম, ডেফনী কইরুয়ানা গলিজিয়া ,
একনিষ্ঠ কর্মী, ছাড়িয়া প্রাণের মায়া -
সাকার করে দেখায়, সেও কম নয় !
স্বার্থীর ধরায় জ্বালা ! তার ভাবনায় ৷

অধম পশু ! করে বারুদে বিস্ফোট-
ঘনালো জীবনে তাঁর প্রাণ সঙ্কট !
আজ সে মৃত্যুঞ্জয়ী বীরাঙ্গনা রানি ,
সুধীরা তাঁর কাছে সদা রবে ঋণী ৷

(ইং-১৭-১০-২০১৭)

ইং-১৬-১০-২০১৭-তে বলেটা-(মাল্টা),
পত্রকার, গলিজিয়া, পানামা পেপার্স লীক করেন ৷ পি,এম, জোসেফ মাস্কট- (মাল্টা)-এর নাম সেথায় জড়িত থাকে ৷  বিস্ফোটে ডেফনী কইরুয়ানা গলিজিয়া তাঁর গাড়িতে তাঁকে মৃত্যু
বরণ করিতে হয় ৷ তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ৷