দেরি হয় পাছে, সে যাত্রায় চঞ্চল  
সদা ব্যস্তবাগীশ, আছে মনোবল ,
ধ্যান মন সারাক্ষণ ,কর্মপাটা লগন -
যেন ছুটছে হনহন, হয়ে আনমন !


ভিড় ,বন্ধুর ,খানাখন্দে ভরা ভিতে -
গাড়ি চলছে জোরে শঙ্কাকুল পথে ,
শক্ত হাতে চালকের ধরা স্ট্যারিং -
চালক দক্ষতায় নিপুন, সুপ্রতিম ।


চিন্তায় বিভোর, ভুলটা চালনায় ,
বিনা ব্রেক ফেলে, আসিবে লয় !
ক্ষণে জাগে শিহরণ, সারা অঙ্গে -
ভোগান্তি না মেলে সহায় -সঙ্গে ।


জীবনটা যদি হয় একরম গাড়ি -
দুর্যোগের পথে, দরকারে পাড়ি ,
লক্ষ্য উদ্দেশ্য দিক, সম্যক ধরে ,
একাগ্রতায় সম্ভব পারাতে তারে ।


(ইং- ০৫-০৫-২০১৮)- ব্যাঙ্গালোর