সে চেয়েছিল সমাজ মাঝে-
করিবে বেজায় নাম ,
খুব করে বাজায় পথে পথে-
সুরেলা হারমনিয়াম ।

এক মাতাল টেনে, ভরা বতল-  
উপদেশ দানে অশেষ ,
পেতে সুখ, চেয়ে-চেয়ে দেখ-
আমার অপরূপ বেশ !


পাড় কেচ্ছা, নেই যার মাথা-মুণ্ডু !
বড় বক্তা হইবি যথা ,
আমার নকলে বকিতে শেখ !
মানিবে লোকে নেতা ।

ভাবিল সে ! এ বার্তা, শ্রীধর খবর -
ঠিক মত উপদেশ ,
তোড়-জোড়ে সে কাজে নামে-
উদ্ধারিতে স্বদেশ ।

মাতালের কথা ভোলে না নেতা -
রাখে বুকেতে যতন ,
দেশের মাঝে একদা গজায় -
নামিদামী সে সজ্জন !


(ইং-০৩-১১-২০১৭)