মানুষ, স্বভাবে অতি উত্তম
সদা মানে সে মনুষ্যত্ব ধরম ,
নিত্য সচেষ্ট সরাতে কালো-
খোঁজে পথ, সুন্দরতম ভাল ।


ধরায় বাঁচিতে সে চিড়ে চ্যাপ্টা ,
কুরীতির, কষ্টে, পায় যে তেষ্টা !
সমাজে সজাগ দুরূহ চল-
অনেকের কাড়ে অন্ন জল !


অনোন্যপায় একা সে মানব-
কখনো গড়ে-ওঠে মহাদানব !
জানিয়া কারণ, দাও তার নাম ,
সহজে করো না, তাঁকে বদনাম ।

হয়তো উত্বক্ত সে ! ত্যেজ পীড়ায়-
প্রজ্জ্বলিত বিদ্রোহ, জীবন ধারায় !
করিয়া অপ-প্রথারে উৎখাত ,  
সমাজ উত্থানে চায়,- নবপথ ।
হতে পারে সে, নিরলস কর্মী ,
ভাঙে বাধা নিষেধ ,ঝঞ্ঝা-ঊর্মি ।

(ইং-০৬-১১-২০১৭)