অনেকে করে তাপ-শোক-
চায়, পুত্রটা সুপুত্র হোক ,
যেমন আদর্শে ভগৎ সিং , -
আনন্দে ঘর, ভরা- ভরা
চির সুখে রবে যে তারা-
আসিবে ইপ্সিত সেই দিন ৷
ক্ষণিক পরে টনক্ নড়ে-
পরোপকারে, নড়ে-চড়ে ,
তারা করে কোট্-কাছারি-থানা-
না বাবা, না !পুত্র পারিবে না ,
তাড়ানো,ঘরের খেয়ে বোনের মোষ্ -
ছেলের নাই অত জোশ্ ;
বুক যেন তার, হয় ওমনি হিম !
তখন চায়না পুত্র হোক, ভগৎ সিং ৷
এ ছেলে যে মার্স্কবাদ মানে
সঠিক শোনে নিজ কানে-
পুত্র হবে একদিন ,লেনিন !
বলে বিস্ময়ে, একী আপদ ?
সেধে ডাকা ঘরে বিপদ -
আঁধারে যে ঘনাবে সুখের দিন ,-
এ পুত্র হতে চায় লেনিন !!
ভাবে, দেশে ভরুক ফ্রান্স ক্রান্তি -
ঘুচুক দেশের অবুঝ ভ্রান্তি -
ফিরুক হেথায় চির শ্রান্তি ৷
যখন শোনে গিলোটিনে ,
কত না দিয়েছে জান -
যাতনা সহে অম্লান !
অমনি ! সে চায় না - ঐদিন ;
ভেবেই বুক তার হয়, অতিহিম !
সেও, হতে চায় লেনিন !!!....
(ইং-২৯-১২-২০১৬)