কোথা সে ভবন, সে আলয় ?
বাহারে ভরা দখিনা মলয় !
উন্মুক্ত দু’নয়ন সদা জানালায় ,
ভাবনা অনাবিল সুদূর বয়ে যায় !


কোথা সে আশ্রয় শান্ত উপবন ?
নেই ঝড়-তুফান তার সঞ্চরণ ৷
দূরভিত করিতে মর্ম ব্যথা -
ফরিয়াদ শূন্য শান্ত সেথা !
না সাক্ষ্য দ্বন্দ্ব,-হানাহানি -
না মান-অপমান, বৃথা টানাটানি -
ক্রূর হিংসক, দূরভিত সে ভিড় -
পেতে চাই ছায়াতরু, শান্তির নীড় ৷


ঘাত প্রতিঘাতে খর্ব নয়-সততা ,
স্তব্ধ সেথা ! অমূলক প্রথা ৷
ব্যথাতুর বক্ষে,শেল হানে না ,
অনাথের ক্রন্দন আর নয় শোনা !
প্রতাপে দূষিত নয়, নির্মল বায়ু ;
অবসান হবেনা আর অমূল্য আয়ু ৷


হিয়া নয় বদ্ধ, অন্ধ কারায় !
সেথা মুক্তচিত্ত, সতেজ ধারায় ৷
হাহাকার রব, নীরব নিথর ,
আমি পেতে চাই সে সুখবর ৷
নিয়মিত কামনা, সেই নবঘর !
প্রাণপ্রিয় আশ্রয় !মানি যে সরার ৷


(ইং-১১-০৯-২০১৭)