শিক্ষালয়ের যতো নিয়ম
আর্থিক যতো ক্ষয়ক্ষতি
সময়ের যতো সদব্যবহার
মান্যতে কানুনে অশেষ সুমতি
দেশপ্রতি ধর্মছিল তার ।
পাস করে পার হয় গণ্ডি
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সীমানার ,
সুস্বাস্থ্য কর্মঠ উচ্চ বিচার
সর্বদা মূল্য দেয় মানবতার ।

কি কারণ ! একদিন বজ্রমুষ্টি তুলে
বিদ্রোহী সাজে , চলে আগে আগে
মিছিলে ?
সে একা নয়, তার মত
বেকার আরো- হাজারে সহস্র শত ।
একই জীবন দশা ,
জীবনে নেমেছে কালোমেঘের ছায়া
মানস পটে শুধু কর্মের আশা ;
রাস্তা কে বলে দেবে
আছে কি তার হদিশ ?
যাঁরা রক্ষক তাঁরা ভদ্রবেশে, প্রহরী ঘিরে
উল্টে লাঠি চালায় নিরীহ পরে
পাতে তার ঘৃত-মধু-মালাই কিসমিস্ !

পড়ালেখারা পথে ঘাটে কর্ম দপ্তরে
অসহায় হন্যে হয়ে ঘোরে ,
যদিও এত দিন শান্ত-সুবোধ
সংবিধানের একটু রশ্মি-আলো
জনতন্ত্রে আছে শান্তিময় বিরোধ ;
তাও ধাতে সয় না ওদের ভাল
বেকারের সব পথ চায় করতে অবরোধ ।

(২২-০৭-২০২২)